নতুন কিছু ভাবতে পারছিনা,
এলোমেলো আশাগুলি বড় চঞ্চল
দানা বাধার আগেই,
পুরানো সংস্কার শরীর জড়িয়ে ধরেছে
বটের ঝুরির মতো।



দীর্ঘশ্বাস আরো, আরো বড় হচ্ছে-
পড়ন্ত বিকেলের ছায়ার মতো।
জানিনা এ দীর্ঘশ্বাস রাত নামাবে কি না-
তবে আমাকে সে শূন্যতায় টানছে,
বেশ বুঝতে পারছি।

আমার এখন অন্য সূর্য চাই
যে সূর্য রাত আনেনা,
যে সূর্য নিস্তেজ হয়না কখনই।

আমার জীর্ণ শরীর, আর
সংস্কারের ঝুরি
শুকিয়ে কাঠ হবে
নতুন সূর্যের আলোয়।

অথর্ব হোক আমার সংস্কার।