সে কাঁদে , খুব কাঁদে
তার শব্দহীন কান্না
আরশোলা, টিকটিকির ঘুম ভাঙায়
কিন্তু বিছানা বা বালিশ ভেজেনা।
তার অগভীর কান্নার শব্দ
মিশতে পারেনা জনস্রোতে
তার কান্না একান্ত নিজের
শরীর ঘুমিয়ে থাকে গভীর আলিঙ্গনে।
অশান্ত সমুদ্রের আস্ফালনে
তার বুকের ভিতর যখন হামানদিস্তা চালায়
অলিন্দে অলিন্দে হরমোন শোনিত প্রবাহিত হয়
সে কাঁদে, ভীষন কাঁদে।
এক মুঠো উষ্ণ বাতাস বাকিটা দীর্ঘশ্বাস
তার কান্নায়, শীতল বাতাসের আলিঙ্গনে
মুদিত নয়নে সে শান্তনা পায়।
রচনাকালঃ ২২/০৩/২০১৪