শুভ নববর্ষ
বলতেই চেঁচিয়ে উঠলো লোকটি,
নব্বর্ষ!
কি করতে হয় ওটা দিয়ে?
খায় না মাথায় মাখে!
হত ভম্ভ হয়ে দাঁড়িয়ে পড়ি কিছুক্ষণ।
সত্যিই তো-
যে লোকটার দিন শুরু হয়
সূর্য ওঠার আগেই,
যে লোকটার প্রতিদিন লড়াই করতে হর পেটের জন্য,
যে লোকটার দিনের শেষে মনিবের কাছে হাত পাততে হয়,
নতুবা যার বাড়িতে উনুনে হাড়ি চড়ে না
তাদের কাছে নতুন দিন!
নতুন বর্ষ!
কিছু বলার আগেই
লোকটি বললো
শুভ নব বর শো!
আমাদের কাছে
নববর্ষ তোমাদের জন্য,
যাদের বছর বছর
নব বর লাভ হয়।
নব্বর্ষ তাদের জন্য বাবু...
রচনাকালঃ ১৪/০৪/২০১৬