স্বাধীনতা মানেই কি তুমি যা ইচ্ছে করবে!

তোমাকে সকলেই মান্য করে,
তাই তুমি মগডালে উঠে বসে থাকবে?
একবারও কি ভেবে দেখেছো
তোমাকে ভালোবেসে, নাকি ভয় করে?

যাকে ভালোবাসা যায়, তাকে বকাও যায়
কিন্তু ভয় করে যাকে মান্যতা দিই-
দিতে বাধ্য হই
তার সাথে আর যাই হোক
সখ্যতা হতে পারে না।

তোমাকে নয়, তোমার ক্ষমতাকে মানি আমরা
তোমার আসনকে সম্মান দিই।
এটাকে যদি দূর্বলতা ভাবো-
সে তোমার চরম মূর্খামী।


রচনাকালঃ ২২/০৪/২০১৭