আকাশ জুড়ে প্রদীপ ছিল
সবুজ ভরা দেশে
কে অভিশাপ দিল তাকে
সবই গেল ভেসে
নীল আকাশে ফুটল তারা
অমাবস্যায় আলো
পথের মাঝে স্বজন হারা
প্রদীপ নিভে গেলো।
বাতাসে আজ দূর্গন্ধ
শ্বাস- প্রশ্বাসের ফাঁকে
যাদের দেখি সবাই অন্ধ
হাতড়ে বেড়ায় তাকে।
হারিয়ে গেছে কোথায় যেন
সবুজ ভরা দ্বীপ
দিগন্ত আজ রুক্ষ কেন
রঙিন নিষ্প্রদীপ।
বৃক্ষ যখন উঠবে বেড়ে
ভরবে ফুলে ফলে
জল তখনই ভূমি ছেড়ে
পালিয়ে গেল চলে।
পরশুরাম কুঠার হাতে
মরার উপর ঘা
জীব যুদ্ধে কোন মতে
যেথায় যাবি ? যা ।
রচনাকালঃ ০৪/০৪/২০১৪