অনেক তো হল,
এবার থামাও তোমার বাক্যবান।
অনেক হম্বি-তম্বি করেছো।
ফাঁকা কলসির বেশি আওয়াজ।
কাপড়ের হদিস নেই-
আর অন্তর্বাস!
প্রেমের অস্তিত্ব কি শুধু নরম বিছানায়,
অন্ধকার গলিতে!
নাকি পার্কের পাতা বাহারির ঝোপে?
মুখ লুকিয়ে কি হবে?
এটাই তো চেয়েছিলে।
পাথরে পাথরে আঘাতে আগুন জ্বলে,
কিন্তু আগুনে আগুনে!
আজকের স্বপ্নরা ঘুরে বেড়ায় লোলুপ দৃষ্টিতে।
সেই রামও নেই, অযোধ্যাও নেই।
রচনাকালঃ ২৪/১২/২০১৫