মা আমরা আছি তোমার সন্তান
আমরা তোমাকে হারতে দেব না।
যারা তোমার বস্ত্র কেড়েছে,
যারা তোমার সম্মানে আঁচড় দিয়েছে,
যারা তোমার অপমান করেছে বারবার,
তাদের ক্ষমা করনা মা।

মাটির গায়ে, সবুজ তরুণ
গাছের পাতায় লিখে যাব ইতিহাস।
তোমার সন্তানেরা আকাশ দেখে-
পাখিদের সাথে গান গায়
ডানা মেলে উড়তে পারে আসমানে।


চলে যেতে বলছো তুমি!
ফিরে যেতে বলছো তুমি মা?
তোমার ব্যাথা ভাগ করে নিতে দাও।
তোমার ব্যাথা দেখে গলুক পাষানির হৃদয়।
মা গো, তুমি জেগে ওঠো মা,

তোমার প্রতি কটূক্তির প্রতিবাদে
.আমরা লাগামহীন অশ্ব।
সন্তানের পুষ্পাঞ্জলী তুমি গ্রহণ করো মা।