সারারাত্র দুঃস্বপ্ন দেখিয়া
যখন ঝুম ভাঙিল,
দেখিলাম যেন কাহার ছায়া
গ্রাসিল মোর দৃষ্টি।
এ কী অবয়ব !
মানব রূপী দানব !
নিস্তার নাই কিছুতেই
মানব হন্তা দানবের
নর রক্ত চায় –
যেন তেন প্রকারণে।
রক্ত লোলুপ হিংসার লেলিহান
বেড়েই চলিয়াছে ক্রমে।
উত্তর হতে দক্ষিন
পূর্ব বা পশ্চিম
সর্বেসর্বা অধিরাজ।
কায়েমী স্বার্থে উন্মাদ
উলঙ্গ রক্ত পিশাচীর নৃ্ত্য।
ওরা সদ্যজাতকেও ছাড়েনাই।
কি শিশু , কি কিশোর
যুবক, বৃদ্ধ বৃদ্ধা সকলেরই
রক্ত তৃষাতুরা,
ঐ মানব – দানব।
রচনাকালঃ ১৯/১২/২০১৪