সর্ব ধর্ম বিজ্ঞান চেতনায়
জাগতিক ঈশ্বর প্রেমময়
চলো মানবতার ঝাণ্ডায়।



ধরনীতলে জমিলো শত শত বিষধর
মারিতেছে কাটিতেছে নাহি আপন-পর।



জন্মিলে মরিতে হইবে
একথা সত্য,
সৎকর্মে মহান অকর্মে দস্যু
মরিছে নিত্য।


জনম আমার দিয়াছো প্রভু
কর্মতে দাও শক্তি,
তাহাতেই মম মুক্তি।

৫  
সদ্যজাত শিশুর কাছে
কর অঙ্গীকার,
এক ধর্মের মানবতা
বিশ্বের সবার।


রচনাকালঃ ০৯/১২/২০১৫