পাতার মাঝে লুকিয়েছিলাম
মজা দেখবো বলে,
খুঁজতে খুঁজতে গাছের তলার
তুমি এলে চলে।
তোমার চোখে হতাশ আরঁয়
মনে ভীষন ভয়,
খুঁজে ফিরে জীবন তীরে,
শক্তি হল ক্ষয়,
সূর্য আমায় দেখতে পেয়ে
হাসলো প্রাণ খুলে,
দেখনি তো তুমি আমায়
তোমার মুখটি তুলে।
অন্ধকারে ভয় পেয়ে যাই,
পাইনা তোমার দেখা,
হাজার ডাকেও সাড়া নেই,
কোথায় যাও সখা।
তাইতো আমি কষ্ট চেপে
লুকিয়ে আছি পাতায়,
তলায় তুমি ডালে আমি
সূর্য আছে মাথায়।
রচনাকালঃ ২৯/০৭/২০১৩