বছর যায় বছর আসে বারবার
রাজার পরিবর্তন সময়ের হাতে,
সভ্য মানুষের পোশাকের হালচাল
নীর থে্কে নীড়ে আর বাঁশ থেকে বাসা
পরিবর্তন সভ্যতার। বাষ্পীয় গতি;
আগুনের ফুলকি, সৃষ্টির অগ্রগতি
থেমে থাকেনি কখনো সময়ের ভয়ে।
সময় সভ্যতার, রাজার শত্রু নয়,
অলসতার সময় কাটেনা কখনো
ব্যস্ততার ঘড়ির কাটা দ্রিত চলবে-
এটাই কালের নিয়ম, রাজার নয়।
বছর নতুন-পুরানো হতে পারেনা।
সভ্যতা শুধু সময়ের পরিমাপ করে
বিভিন্ন নাম দিয়েছে সুবিধার জন্য
মাস বছর দিন ঘণ্টা কিম্বা মুহূর্ত
সময় চলমান, তার গতি অরুদ্ধ।
রচনাকালঃ ১৫/০৪/২০১৫