আজকের এই শুভদিনে
শত বোঝা আছো ঋনে
যার কোলে এসেছিলে তুমি
বিশ্বের দিবালোকে
কষ্ট ও প্রেম শোকে
কাঁদিয়েছিলে এই মাতৃভূমি

মায়ের কোলে দুলে দুলে
আধো হাসি বাহু তুলে
বলেছিলে প্রথম কথা মা
সে কোথায় জানোনা
অনন্যা সে মানোনা
আজও সে যে কষ্টের প্রথমা


ভুলে গেছো তার
মা-গো আরবার
ব্যথার সেই দিবা লোক
সংসারের প্যাচানি
দিনে রাতে চ্যাচানি
মা ও মেয়েদের সুখোলোক

আনন্দের জন্মদিনে
আপন লোক চিনে
তোমার এই সংসার
ভুলিওনা এই, আশ
দ্বারভাঙ্গার দুমাস
মাতৃ ঋনে উপহার



রচনাঃ
দ্বারভাঙ্গা,বিহার,পশ্চিম্বঙ্গ, ভারত
১৪/০৬/২০১৭



PTC দ্বারভাঙ্গা ট্রেনিং সেন্টারে আমার রুমমেট গোকুল দা'র জন্মদিনের উপহার।