কচি সবুজ পাতার কত যে বাহার!

কে না ভালো বাসে তাকে?

বাতাসের প্রেম তাকে অক্সিজেন যোগায়

পৃথিবীর কোল তাকে রসদ যোগায়

আর সর্ব শক্তিমান শক্তির আঁধার

তাকে দুহাত ভ’রে শক্তি দান করে

ধীরে ধীরে কচি পাতা সবুজ হয়-

আরো সবুজ-গাঢ সবুজ!

কিন্তু তারপর!

 

একটা সময় আসে যখন তার সবুজের গাঢ়ত্ব

আর যৌবনের রূপের আঁধার তলিয়ে যায় অন্ধকারে

সূর্যের প্রখর আলোতেও সে অন্ধ

মাটির অফুরন্ত রসদ-

অথচ তার ক্ষুধা মেটেনা

বাতাসের প্রেম তার জীবন সংগ্রাম!

 

 রচনাকালঃ ১৪/০৮/২০১৭



বিঃদ্রঃ "জনচেতনায় হিন্দোল" শারদ সংখ্যা-২০১৭ তে প্রকাশিত