আমার সর্ব শরীর আজ আক্রান্ত,
জরা-জীর্ণ দেহে আমি প্রবাহিত-
অনন্ত অভিশপ্ত মোহনায়।
আজ তুচ্ছ-তাচ্ছিল্য আমার
নিত্য সঙ্গী ; বিদ্রুপের মুচকি হাসি
গান্ডিব তীরের মতো বিঁধে চেতনায়।
অথচ আমার অতীত ইতিহাস
গর্ব ভরা বুকে, দিপ্ত নয়নে
মসগুল হও ভীনদেশির সঙ্গে।
প্রেমাতুর রসে-বসে-সঙ্গীতে
মুখরিত আমার কবিতায়
আভরণের জৌলুস সারা অঙ্গে।
অতৃপ্ত বাসনায় , ভয়ংঙ্কর প্রতাপে
সমস্ত বাঁধা ভাসিয়ে, ছুটতাম
পাহাড়ের পাদদেশ থেকে অতল সাগরে।
মনের ক্ষুধা, শরীরের চাহিদা আর
দেহের অফুরন্ত শক্তিতে বলীয়ান
আমাকে চেয়েছিলে স্ব-দ্বারে আদরে।
আজ আমি মাথা চাপা পড়া সাপ
লেজের ঝাপটায় দু’একটা খড়-কুটোকে সরালেও
পৌছুতে পারিনা তোমাদের হৃদয়ে।
শত চেষ্টায় সরে না মাথা চাপা পড়া মৈনাক
এ মৈনাক তোমাদেরই সৃষ্টি
যাকে নিয়ে খেলেছি নির্মম নির্দয়ে।
শরীরে সর্ব শক্তি আজ বিলীন
বিলীন সে অথৈ রক্তরস
নিস্তেজ ক্ষমতাহীন অসহায়
আমার শরীরে তিল তিল করে জমছে
আমারই সৃষ্ট যৌবনের পলি
আজ আমি নিদারুন নিরুপায়।