দাদা তুমি প্রভু হে
আমরা তো প্রজা,
নতজানু হয়ে সব
ধরছি যে ধ্বজা ।
আজ তুমি প্রভু হয়ে
দু'চোখ রাঙাচ্ছো,
বিরিয়ানী চিকেন পোলাও
রঙিন জল খাচ্ছো ।
জনতা যে ভয় পায়
দাদা তুমি বড়,
কখন যে কার তুমি
টুটি চেপে ধরো।
দিনটাকে রাত করো
রাতটাকে দিন,
এর দিকে কাদা ছোড়ো
ওকে দাও পিন।
মনে রেখো দাদা তুমি
হরিদাস পাল,
আজ আছো ক্ষমতায়
ভুলে যাব কাল।