সে বাঁশি হারিয়ে গেছে
কোন এক রাতজাগা শিউলির
নিশ্চুপ অভিসারে-
ঝরে গেছে সে।
তবুও তার বানী, তার কণ্ঠ আজও দীপ্ত।
দীগন্ত বিস্তৃত উল্টানো গামলায়
নীলাম্বরি ও দুধেল মেঘের সাথে
খেলবার সময়-
আজও ধরা পড়ে,
দিক্বালিকার এলোকেশি চুলে।
বেল জুঁই ও রজনী গন্ধার সুবাতাস
আজও অপেক্ষা করে থাকে,
সৌরভমহিত উচাটন মন।
কেননা সে বাঁশি
আজ আর নেই।