১
কত না জানি
রক্ত ঝরা কাহিনী
আজো কমেনি।
২
কংসরা আজ
নিত্য নতুন সাজ
লুটতরাজ।
৩
ভোতা হ্যান্ডেল
ছড়াও না স্ক্যান্ডেল
খাঁটি স্যান্ডেল
৪
ভোটের দিন
নেতাদের জমিন
রক্ত রঙিন।
৫
ফুরোলে পাঁচ
দক্ষরাজের নাচ
তাতাবে আঁচ
রচনাকালঃ ০৯/০৫/২০১৬