আমি স্বাধীন দেশের নাগরীক,
রক্তে আমার স্বাধীনতা, স্বাধীনতা চেতনায়।
আমার ইচ্ছা আমি হাটবো রাজপথে
কানে হেডফোন গুঁজে, গলির কোন রাস্তায়,
বাইকে হর্ন বাজাবো,শিষ দেব জোরে জোরে
তুমি শোন আর না শোন, কেয়ার করি থোড়াই।
আমি স্বাধীন দেশের নাগরীক,
স্বাধীনতা আমার বিজ্ঞাপনে
আড়চোখে তাকালেও বলবে তুমি
আহ! কি দেখিলাম! মনে মনে-
জনে জনে আলোচনায় ব্যস্ত চায়ের দোকানে,
তাসের আড্ডায় কিম্বা রেল স্টেশনে।
আমি স্বাধীন দেশের নাগরীক,
স্বাধীনতা আমার অফিসের কর্মে
জমে থাক টেবিলে ফাইলের উপর ফাইল
মননে ও চিন্তনে টেবিলের ড্রয়ার,বাম হস্ত ধর্মে
আমার সংসার চলে; আসা যাওয়া
হাওয়া পরিবর্তন,মুখ ঢাকা স্বাধীনতার বর্মে।
আমি স্বাধীন দেশের নাগরীক,
স্বাধীনতা আমার চলনে বলনে পোশাকে
শাড়ী ছেড়ে মশারী, কিম্বা ভি-প্রদর্শনী
অফিসের কলিগ , বাসে যাত্রীর বক্রতাকে
উৎসাহিত করে-তাদের মনের ক্যানভাসে,
আলোচনার খোরাক পথ চলার ফাঁকে ফাঁকে।
রচনাকালঃ ১৪/০৮/২০১৪