এভাবেই চলতে হয়
কথার ফুলঝুরি
দিবালোকে জোচ্চুরি
ভাই ভাই মারামারি
আধুনিক সভ্যতায়
এভাবেই চলতে হয়।
এভাবেই চলতে হয়
গোলাগুলি বর্ষণ
শিশু নারী ধর্ষণ
গরীবের কর্ষণ
কাউকেই ছাড় নয়
এভাবেই চলতে হয়।
এভাবেই চলতে হয়
বছর বছর ভোট
যত অশুভ জোট
রাজনীতি মহাঘোট
দাদাদের মধ্যস্থতায়
এভাবেই চলতে হয়।
এভাবেই চলতে হয়
ভয়ে ভয়ে রাস্তায়
দাদাদের আস্থায়
নতুবা সে পস্তায়
জেলেরও থাকে ভয়
এভাবেই চলতে হয়।
রচনাকালঃ ০৮/০৭/২০১৫