দিয়েছ আমাকে স্বদেশ স্বপ্ন
          স্বাধীনতার স্বাদ
দিয়েছ তুমি তোমার রক্ত
          জীবন দিয়েছ বাদ।
দু’হাতে উপরে তুলেছ তুমি
          দুপায়ে মাড়িয়ে কাশ
নদীর স্রোত রক্ত রঙীন
          এখন সবুজ ঘাস।

স্মৃতির সাথে চাঁদ ঝরে যায়
          তোমার রং-এর মতো
ভালোবাসায় পূর্ণ করেছ
          ধন্য হয়েছি কত!
আবার এসো, একবার এসো
          চেপে বসো ঘোড়ায়
তুমি ছাড়া আপন কেবা
         পৃথিবীর দোড় গোড়ায়?



রচনাকালঃ ১৬/০১/২০১৫