নিশিথের দাবিতে ছুটিলাম নিশানায়
হেরিলাম বিকট আর্তনাদ
শন শন শীতল বাতাস
দু’কর্ণ কুহরে আর উড়ন্ত বসনায়
কী এক অনুভুতি দুর্বল চেতনায় ।
ক্ষণকাল নিস্তব্দ নিরব থাকিলাম
রাম রাম নাম জঁপে
দেহ মন সব সঁপে
পাশান পাথরের নাম পশিলাম
পাদ প্রতিম প্রতিমার পাশে পড়িলাম।
কয়েক প্রহর কাটিল নীরব সমান
কে যেন কহিল
ডর কেন মন
পাষান হৃদয় ভেঙ্গে খান খান
বাজিয়া উঠিল ভোরের আজান।
মুদিত চক্ষু মেলিয়া দেখিলাম আমি
যেথায় আছিলাম নির্বাক
তখনও তেমন রহিয়াছি
ক্ষণেকের তরে সর্বাঙ্গে প্রবল সুনামি
মৃদু ভৎসনায় যেন হাসিলেন অন্তর্যামি।