বিগত কয়েক বছর ধরেই কবির কবিতার সহিত পরিচিত।
অসম্ভব কাব্যিক প্রতিভার পরিচয় বহন করে প্রতিটি কবিতা।
কবির এই কবিতাটি এক অসাধারণ চিত্রায়ণে ভূষিত। নববর্ষের প্রাককালে রচিত কবিতা। ক্যালেণ্ডারের পিছনে তাকিয়ে কবি দেখেছেন বিগর বছরের বিশাক্ত ধুলোবালি মাখা দিন গুলি।
স্বর্ণোজ্জ্বল দিন গুলিও কবির চোখ এড়ায়নি।
সব মিলিয়ে এক অসাধরন কাব্যিক রসে পূর্ণ কবিতা।