সন্ধ্যা নেমে এল…
একটুকরো বাতাস জানিয়ে দিল
আর প্রেম নয়,
এবার মুখোশ খোলার পালা…
যারা নিশাচর,
যারা রাতের অন্ধকারকে হাতিয়ার করে
নিজের আখের গোছানোর জন্য
বাতাস তাদের কানে কোন মন্ত্র যপে না।
বৃষ্টি তাদের ভেজাতে পারে না,
পাখিরা তাদের গান শোনাতে পারেনা,
ফুল তাদের ভালবাসা সেখাতে পারেনা…
সন্ধ্যা নেমে এলে
মুখোশ খুলে যায় তাদের,
যারা কাঁদতে জানেনা।
রচনাকালঃ ১৮/০৪/২০১৭