শীতের সন্ধ্যে বাজার বন্ধে
পেলাম কানা বেগুন ,
কি করি ভাই প্যাকেট ভরি তাই
সবই তো আগুন ।
আলু, পটল, পেঁয়াজ গরীবের রেওয়াজ
যায় না তা ছোঁয়া
পচা ভোলা মাছ ছাড়তে নারাজ
গেল যখন পাওয়া ।
সরিষার তেল ব্যবসার খেল
অত টাকা নাই ,
সিদ্ধ করে জলে তাতে মাছ ফেলে
মহানন্দে খাই ।
এই ভেবে যবে ফিরিলাম নিরবে
বউ এর যাতনা
ছেলেটার চেঁচানি অংক খাতা আননি
কাল স্কুলে যাব না ।
ছোট মেয়ে জ্বরে পাঁচ দিন পড়ে
কয়েকটা পুরিয়া
তাই নিতে গিয়ে ডাক্তারের ফি-এ
সব গেল ফুরিয়া ।
ছেড়া জামা পরে বড়ো মেয়ে ঘোরে
পাই খুবই লজ্জা
অষ্টাদশি সে এই বয়সে
নাই সাজ সজ্জা ।
বিয়ে দিতে ভাই পারিনা তাই
পাছে লোক হাসে
বিষ হাজার পণ বউ টার মন
জলে বুক ভাসে ।
রচনাকালঃ ২৬/০১/২০০৭