কেমন আছো তুমি?
বহুদিন দেখিনি তোমায়,
আমার হৃদয়ের তৃষ্ণা
মনে ক্লান্তি তোমাকে চাই
বনস্পতিরা তোমার অপেক্ষায়
তোমার পথ চেয়ে বনভূমি
এই পৃথিবী তোমার পরশ চায়
তুমি ছাড়া উসর ধূসর মরুভূমি
সকলের জীবনদান তোমার
জীবে প্রেম কর তুমি
মানুষ যদিও বোঝে তোমায়
বোঝে শুধু অরণ্য ভূমি
তুমি এসো, এসো হে বন্ধু
ভিজিয়ে দাও এই বিশ্বকে
ভাসিয়ে যাও নিরস পাথর
ভরিয়ে দাও এই নিঃস্বকে।
রচনাকালঃ ২৭/০৪/২০১৭