চারিদিকে জল আর জল
নোংরা, পচা গন্ধ যুক্ত জল
বাতাসের বাষ্পে বিষাক্ত জলবিন্দু
কুয়াঁশা আর ধোঁয়াশা
পাহাড়ের গা বেঁয়ে নেমে আসে যে ঝর্ণাধারা-
তাতেও মিশে আছে পর্যটকের নোংরামি
এত জল!
তবুও ছাতি ফেটে যায় তেষ্টায়
রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
১১/০৭/২০১৭