আমারও কিছু বলার ছিল…
বলা হয়ে ওঠেনি।
বলা ভাল তুমি বলতে দাওনি।
রুপাকেও কিছু বলতে চেয়েছিলাম,
জানতে চেয়েছিলাম অনেক কিছু-
যখনি আমি ওর সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছি
তীব্র দুর্গন্ধের মতো ধেয়ে এসেছে
কিছু নিয়ম মাফিক ব্যাসার্ধ-
ব্যাস বরাবর যেতে পারেনি কেউই
না আমি , না রূপা…
শুভমের কটাক্ষ দৃষ্টিতে
সম্পাও আসতো না আমার ধারে কাছে
কিন্তু বেশ বুঝতে পারতাম
ওর পরিধির কেন্দ্র বিন্দু আমিই…
কিন্তু শুভম ছিল ওর বৃত্তচাপ
জ্যা বরাবর চলতে চলতে
সম্পা সম্পাদ্যেই আটকে রইল-
আর আমি সেই কেন্দ্র বিন্দুতেই।
বৃষ্টির রঙ দেখতে গিয়ে
যেদিন তুমি ঝুঁকে পড়ে একটু ঝুঁকি নিয়েছিলে
আমি দেখেছিলাম তোমার গোলকীয় সৌন্দর্য।
অবিভূত হয়ে ভিজেছিলাম দুজনে
বৃষ্টিতে আর সৃষ্টিতে মেতে উঠেছিলাম
এতটাই মেতেছিলাম যে,
বলা হয়নি কিছুই গোলকীয় আবেশ আর
স্পর্শকীয় অনুরণন।
কাউকে কিছুই বলা হলনা,
তাই আজ রেখে গেলাম আমার বৃত্তাংশ
তোমার জন্য, তোমাদের জন্য
সময় পেলে একবার উলটে দেখো
আমার স্পর্শক বরাবর
অব্যক্ত স্বরলিপির কথামালা।
রচনাকালঃ ২২/০৩/২০১৭
বিঃদ্রঃ কবিতাটি "ঋতুযান" পত্রিকায় প্রকাশিত (কবিতার মেলার প্রয়াস)।