কুহুকণ্ঠ বাতাসে মিলিয়ে গেল
দখিণা বাতাসের বিপরীত বিপর্যয়
আসন্ন উত্তরে কালো মেঘের ঘনঘটা
দু-এক পশলা নিম-ঝরা বৃষ্টি
জাগিয়ে তোলে
বাঙালীর রক্তজালকে বাঙলীত্ব
গর্বিত শান্তিনিকেতন
বুক ফাটা হা-হুতাশ
তবুও ধমনিজালে নীলাভ লাল রক্ত বয়ে যায়
অপ্রাপ্তি ছাপিয়ে প্রাপ্তির আনন্দ।
এটা কম কিসের!
মুক্ত চিন্তনে যুক্ত রাবীন্দ্রিক সৃষ্টিকরণ
বিশ্বভারতীর অঙ্গন ছাড়িয়ে বিশ্বের দরবারে
সহজলভ্য বাঙালীয় কলা
পদকীয় আঘাত-
পদানুসারী বাঙলী
কপালে হাত ঠেকিয়ে বলে
ক্ষমা কর ঠাকুর।
রচনাকালঃ ১৫/০৪/২০১৭