প্রেম করেছি করবই তো
তোমার বাপের তাতে কি
আমার ল্যাজে পা দিলে
ফনা তুলবো বৈকি।
যা চলছে,অতি ভয়ংকর!
কে বলছে এসব কথা?
এতো চলবেই আরো চলবে
এখন আমার গরম মাথা।
যা করেছি,বেশ করেছি
থোড়াই তোমার কানুন
আমার কথা শুনতে হবেই
খাচ্ছো যারা আমার নুন।
আমায় ধরে রাখবে কে
কে করবে নজরবন্দি
গুড় বাতাসা তৈরি আছে
আরো আছে ফিকির ফন্দি।
আমার মাথায় ছাতা আছে
সূর্য আমার করবে কী!
ঢাক বাজবে দুড়ুম দাড়াম
ছড়িয়ে দেব মুড়ি মুড়কি।
রচনাকালঃ১৮/০৪/২০১৬