টুপ করে ঝরে পড়ার আশায়
কলম ধরেছি।
মাথার ভাবনাগুলি
কলমে ভরার ব্যর্থ প্রয়াস!
দুফোঁটা কালিই বেরোল বটে...
নির্যাসটা থেকে গেল ভেতরেই।
অশান্ত, চঞ্চল স্পন্দন
থামাতে পারেনা রক্তস্রোত।
মোহনাহীন রক্ত নদী
পলিজমা ইতিহাস চিরে চলে।
কালির আঁচড়ে ভর্তি হয় পাতা
ভেতরে উত্তাপ,
বাষ্প হয়ে জমে থাকে
অব্যক্ত কথারা-
কলমের সাধ্য কী
তাকে অক্ষর রূপদানে!
রচনাকালঃ১৯/০৪/২০১৬