সুখ দুঃখ, হাসি কান্না আর অভিমান,
না পাওয়ার ইতিহাস
দেখতে চাইনা।
ভাঙা ঘরে চাঁদের আলো ঢোকে ঠিকই,
কিন্তু বর্ষাতে জলও পড়ে।
তাই না খেয়ে সুখে থাকি
পবিত্র হাসির দিকে চেয়ে,
তাই কোন অভিযোগ নয়,
নয় কোন হতাশার অভিমান।
বরং,
যা পেয়েছি তা অনেক।
মিষ্টি, দুরন্ত আধো আধো স্বর
দস্যিপনা সারাক্ষণ
মাতিয়ে রাখে,
ভরে দেয়,
না পাওয়ার ব্যালান্স সীট।
এ কী কম!
নোনা জলের ধারাকে আটকে দেয়
প্রশমিত করে ঝড়-তুফান।
দুপাড়ের মেল বন্ধন
সমন্বয় সাধন করে সেতু হয়ে।
আকাশের ঘন কালো মেঘ
বাতাসের ফিসফিসানি
ফুঁৎকারে উড়িয়ে দেয়
মেলবন্ধন।
ভুলে যাই অসম লড়াই
নিবন্ধিত ভালোবাসা।
নয় বছরের ব্যালান্স সীটের সুদ
সুমধুর,বড় তৃপ্তির...
রচনাকালঃ ২১/০৪/২০১৬