কে তুমি পথিক?
সন্ধ্যার অন্ধকারে বসে আছো কার প্রতীক্ষায়?
নিস্তেজ দিবালোকের সঙ্গে
বিদায় নিয়েছে তোমার সঙ্গী।
এখন কেউ অপেক্ষা করেনা।
সবাই একলা চলে-
কারণ, কেউ কারোর ডাকে সাড়া দেয়না যে।
আর তুমি?
কোন যুগের প্রেতাত্মা!
এখনো অপেক্ষা করছো-
ওই দ্যাখো, সাঝ প্রদীপ জ্বলে উঠলো,
বেজে উঠলো শঙ্খধ্বনি।
যাও ঘরে ফিরে
কেউ আসবে না আর।
এখন প্রলয় নৃত্য শুরু হবে।
কাড়াকাড়ি হবে অন্ধকারের ভালোবাসা।
লুণ্ঠিত হবে গলি পথের সম্ভ্রম।
আক্রান্ত হবে সযত্নে লালিত সম্পত্তি।
যদি তুমি এ যুগের না হও-
তবে চলে যাও জাহান্নামে।

রচনাকালঃ২৮/১২/২০১৫