বৃষ্টি বলে আমায় ছেড়ে
যাচ্ছ কোথায় ভদ্র ছেলের
নিপাট ছলে,
কোন দেশের সচল ধারে
আঘাত হানে বৃষ্টি হীনের
মন্ত্র বলে।
ভাবছ বুঝি ধরব তোমায়
পিছন পিছন দুষ্টু ছলের
কপট ছাতা,
ধরতে আমায় বয়েই গেছে
তোমার মতো পালিয়ে বাঁচার
ভীতুর মাথা।
পিছন ফিরে তাকিয়ে দেখ
তোমার মতো ছুটছে অনেক
দৃষ্টি বাতিক
তৃণ দলের সঙ্গ ছেড়ে
বনস্পতির পদতলে
বহুজাতিক।
চেয়ে দেখ ভিজছে সবাই
নৃত্য গীতের ছন্দে মেতে
বনবাসিনী
ওদের মনে আমার ভাষা
বিরাগ ভাজন শীতল ছোঁয়া
বিহারিণী।
তাই বলি গো রাখাল ছেলে
পালিয়ে বাঁচার নেশা ছাড়ো
ছল শরমি,
আমার সাথে ভাব জমিয়ে
আলিঙ্গনের মন আবেশে
হও মরমি।
রচনাকালঃ ৩১/০৫/২০১৬