তোমার চোখে আমি আকাশ দেখেছি
সে আকাশে দেখেছি এক টুকরো মেঘ
সে মেঘে আমি বৃষ্টি দেখেছি
সে বৃষ্টিতে তোমায় ভিজতে দেখেছি
আনন্দে তোমায় নাচতে দেখেছি
সহজ ভাবে হাসতে দেখেছি
ভিজিয়ে চুল শুকিয়ে নিয়েছো
শিশুর মত সরল রয়েছো
শান্ত নদী দেখেছি
প্রভাতের শুভ্র পবন দেখেছি
তোমার মাঝে স্নিগ্ধতা দেখেছি
পূণ্য তিথির মিলন দেখেছি
পবিত্রতা দেখেছি
প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি
দেখিনি ললাট মাঝে টিপ
দেখিনি চোখে তোমার কাজল
দেখিনি রঙ মাখানো ঠোঁট
দেখিনি কাঁধ নামানো আঁচল
কানে ছোট্ট করে রিং আছে ব্যাস
গলায় নেইকো তোমার রঙ বাহারি মালা
ঝকঝকে ওই কাঁকন নেই
তোমাতে আছে হারিয়ে যাওয়ার পালা
আছে শুধু নির্মল তোমার মন
আছে তোমার মাঝে ডুবে থাকার সাজানো ঘন বন
তোমার মাঝে আছে শুধু লুপ্ত থাকা প্রেমি
তাই তোমার মাঝেই লুপ্ত আছি আঁকড়ে তোমার ভূমি।