ভেবেছিলে তুমি শব্দকে করবে জব্দ
রুচি কুরুচির বিভেদটা বোধহয় জানা নেই।


অঙন যেথা শান্তির বাসা বাঁধে
প্রভাত যেথা আহ্বান করে প্রদীপের শিখা জ্বেলে,
যেথা অনাবিল ঘাসে ঘাসে নাচে শিশির বিন্দু,
কোকিলের কলতান প্লাবিত হয় দিক বিদিক,
যেথা বসন্ত আসে পুষ্প-মুকুলের সৌরভে
আবিরে আবিরে রাঙিয়ে বাতাস ভাসে রবীন্দ্র সঙ্গিত
হেথা জ্ঞান শূন্য, নিষ্প্রাণ, নির্লজ্জের ভূমি নয়।


শব্দরা যখন ভেঙে যায়
বর্ণ গুলো বিচ্যুত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে,
মেরুদণ্ড হীন বর্ণমালার কলঙ্ক শোধনে
লক্ষাধিক শব্দ শ্রমিকের আঁখি জলে ডাকে প্লাবন,
এ ভূমি তোমার নয়,যেথা মিলনের মাঝে রচে সাম্য
রাঙিয়ে মন বসন্ত ভূবণ পলাশ শিমূলের মেলায়
হৃদয়ে যে দোল সপ্ন এঁকে যায় যুগান্তর
হোক পূর্ণ ভূমি তাদের, যাঁরা শব্দের সম্মানে
আত্মসমর্পণ করে পূর্ণতা দেয় শব্দের সম্মান।।