আজ না হয় ক্ষীন আলোয়
চাঁদ টি জেগে থাকুক,
জ্যোৎস্না ভেজা শরীর না হয়
লাজেই পূর্ণ রাখুক।
আঁচল খানি হোকনা আজ
পূর্ণ বাঁধন ছারা,
এলো কেশের রূপের ছটাক
ভাঙুক সকল ধারা।
ঠোঁটের কোনে জুমে থাকা
যন্ত্রনা পাক ছুট,
নিরুদ্দেশের ঠিকানা হোক
আজকে চলার রুট।
মহা মিলনের মন্ত্রনা তে
মিলিয়ে সকল অঙ্গ,
আপনা হতেই সকল কথার
প্রতিজ্ঞা করব ভঙ্গ।
হোকানা আজ দহন দেহ
একটু অবিনশ্বর,
কলঙ্কই বোঝাবে আজ
ভালবাসার পরিসর।