প্রেয়সী তোমার জন্যে
................তপন বাড়ৈ.....
প্রেয়সী তোমার জন্যে আমি রাজা হোতে পারবো না,
জোদি চাও আমার সমস্ত রাজত্ব তুলেদেব তোমার আঙিনায়।
প্রভাতের ওই উদিত সূর্য এনেদিতে পারবো না,
মুঠো ভোরে দিতে পারবো স্নিগ্ধ একটি সকাল।
রামধনু দেবার ক্ষমতা আমার বিন্দু মাত্র নেই,
সাতরঙা ওই রঙিন দিবসে সাজিয়ে তুলবো তোমায়।
.
কেমিস্ট্রির ল্যাবরেটরির নির্ভেজাল এসিডের ধোয়া...
আর লাইব্রেরীর নিস্তব্ধতায়
পরিবর্তন ঘটাতে ব্যর্থ আমি,
সারারাত ব্যাপী বৃষ্টি ভেজা ল্যাম্পপোস্ট কে
মুহূর্তকালে শুকনো করার ক্ষমতা আমার নেই,
কথার সাগরের দূর সীমান্তে
গড়ে তুলতে পারি একটি জনহীন দ্বীপ,
প্রেয়সী তোমার জন্যে জোনাকির আলোয়
মেশাতে পারি মাধুর্য।
সময়কে আমি তোমার জন্যে পারবোনা রুখে দিতে,
তবে পারবো শুধু তোমাকে ঘিরে
অঝোর ধারায় ভালোবাসা দিতে
সমস্ত সময় জুড়ে।
প্রেয়সী তোমার জন্যে
পারবোনা আমি অসাধ্য সাধন কোরতে,
পারবোনা আমি
ফাটল হৃদয় পুনোরায় জোড়া কোরতে।