সংলাপ চাই নে,
নিরবতাই থাক এ নিস্তব্ধতা জুড়ে...
বেশ কয়েক বছর বসন্ত আসেনি মনে,
কুহু সুরেও ডাকেনি কোনো বসন্তদূত।
ঝরা পাতার বুকে আজ একবিন্দু শিশির হয়েই থাকো,
নিস্পলকে নিরব স্রোতে তোমায় পর্যবেক্ষন করি।
বধুর সাজে সজ্জিত আজ তুমি।
ঐ যে দূরে কুহু সুরে বটের প্রান্তে ...
ডাকছে কোকিল, তোমার তরে তোমার বসন্তে,
তোমার বাগিচায়.....
গোলাপ, টগর, জুঁই , মালতী, চম্পা-রা ফোটে হায়,
জুঁই মালাতে সাজুক তোমার বেশ,
সাজুক তোমার বসন্ত প্রিয় আলুলায়িত কেশ।
আমি সায়ন রাতের সিমায়
মূক ও মহিমায়
তোমার পর্যবেক্ষক,পর্যবেক্ষন করি,
আর নেত্রদ্বয়ে নোনা জলের মস্ত পাহাড় গড়ি।
আজ নাহয়
নির্জনা এ নিস্তব্ধতায়
থাক না তোমার সাজানো সংলাপ,
নিস্তব্ধতা ই হোক আজ নিরব প্রেমের প্রলাপ।।