হে সুদূর বাসিনী
............তপন বাড়ৈ......(০৯/০৮/১৭)
**************************************
হে সুদূর বাসিনী....
মন মন্দিরে তব চেতনা দিবস - রজনী   ;
খনে খনে কাকন ঝংকার নূপুরের ছন্দ দোল  ,
নিস্তব্ধতায় স্বপ্ন জাগরণ, শব্দের ডামাডোল   ;
অদেখা তব লাজুক ঠোট.. আলুলায়িত কেশ  ,
অন্ধ যেজন..আমিও তেমন খুঁজে মরি তব বেশ ।
রচিতে তোমার আপাদমস্তক.. রচিতে তোমার মন...
বেলার পরে বেলা ফুরায়,স্বপনে কাটে সারাক্ষণ  ।
অদম্য চিন্তা, অগোচর ভাবনা, তমসা সকাল-সন্ধ্যা ,
অহর্নিশ তোমায় করিতে সম্ভাষণ ব্যাকুল রজনীগন্ধা  ;
শূন্যতা আজও জড়ায়ে আমার মৌন মনকুঞ্জ ,
বিষাদে পূর্ণ প্রহর যেন মোর সকলই বিষাদ গুঞ্জ  ।
কাছে এসো সই দেখাদাও মোরে কাটাও চন্দ্রগ্রহণ ,
শিউলির সৌরভে হর্ষ দ্যুলোকে করিগো তোমায় বরণ ।
হে সুদূর বাসিনী....
স্নিগ্ধ প্রভাতে শঙ্খ ধ্বনি সাথে হও মনো-মোহিনী  ;
অগোচর যতো স্বপ্ন বিদায়ে গোচরে তব আলাপন.....
তিমির শ্রাবণ উড়েযাক সুদূর, প্রতীক্ষার হোক সমাপন  ।।
**************************************