পড়ন্ত বেলা,একঝাক বক ডানা ঝাপটের
রব তুলে দিয়ে বিলীন হয়ে গেল সুদূর প্রান্তে,
ঐ দূরে কোথা হতে ভেসে এলো সঙ্খ ধ্বনি,
কেউ হয়তো তুলসী তলে দ্বিপ জ্বাললো সবে।
থেকে থেকে মেঘের গর্জন
হয়তো বরফের খণ্ড গুলো গলতে লেগেছে
ধরনীর বুকে জল হয়ে আছরে পড়তে।
ব্যাঙের গোঁ গোঁ শব্দে আর ঝিঁ ঝিঁ পোকার কণ্ঠে অস্থির।
সময় যেন থমকে দাঁড়িয়ে আছে।
কালবৈশাখীর মতো অগোছালো বাতাস
সব যেন সঙ্গী করে নিয়ে যেতে চাইছে আপন ঠিকানায়।
জনশূন্য পথ প্রান্তে একদম একাকী দাঁড়িয়ে
আমি,আর আমাকে ঘিরে তোমার সদ্য প্রস্ফুটিত ভাষা
স্বচ্ছল গতিতে তোমার কণ্ঠে জরানো নয়
ভাসিয়ে দিলে তোমার সর্ট ম্যাসেজ সার্ভিস এ
"তোমার সাথে আর কোনোদিন কথা বলবোনা"
নির্বাক আমি,শূন্য হলো বোধ,
বিবেকের কোঠা সম্পূর্ণ নিস্তেজ
নত করে মাথা আঁখি জলে হেথা
বর্ষণ হল শুরু
প্রেমের মন্দিরে প্রদ্বীপ নিভিল,জর্জরিত হলো আঁধার,
বাসনা তবুও ত্যাগ করিনি,আশা রেখেছি তোমার ফেরার।
এ বুকে কেবল খাঁচা রাখিনি,রেখেছি মুক্ত আকাশ,
ফিরে এসো তুমি,বিরাজ করো,এথা তোমার-ই কেবল বসবাস।।