বনলতা.... তুমি ভাল থেকো


আমি আলোক বর্ষ দূরের ইঁটে কংক্রিটে গড়া শহরে আছি বন্দী,
অগোছালো চুল তোমার গুছিয়ে নিও,দূষিত বাতাসে আর ভাসিয়ো না মেঘের মত,
বহুদিন হল খোলা আকাশের নিচে যাওয়া হয়না,শর্ত হীন পা-বন্দী আছে লাগু,
বাতাসের বুকে খোলা চিঠি পাঠাতে ভয়, বিষ মিশে আছে জানি,


তবু্ও... বনলতা তুমি ভালো থেকো,


পাথরের বুকে নখের খামচি কেটে নিবারন কর ক্ষুদা,
রাক্ষসে গল্প শুনিয়ে শিশুর মুখে চোখে তোলো ভয়,


পৃথিবীর শরীরে আজ বিষাক্ত ছোবলের যন্ত্রণা
সাপুড়ের মুখে রক্ত উঠে গেছে.... তবু , বিষাক্ত বিষাক্তই আছে
বনলতা এসো ঘর কুনো হই, সুস্থ রাখি নিজেরই নিজেকে
নিজেদের সুস্থতায় বিষ হীন হবে এ পৃথিবী, মুক্ত হবে যন্ত্রণা।


তাই যন্ত্রণার মুক্তিতে..... বনলতা তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো।