দুর্বার গতি,সম্মুখ পানে ধেয়েছিলাম
তোমায় ধরতে কিংবা ধরা দিতে
কন্ঠে ছিল অাকুতি,
দুর্গম ছিল পথ,
প্রতি পদখ্যেপে ছিল ঘাত,অাঘাত হেনেছিল মর্মে
তবু ধরতে পারিনি
বিফল প্রয়াস,প্রচেষ্টার পাহাড় ছিল অসিম
অশ্রু ঝরা নয়ন,স্বপ্ন ভঙ্গের বেদনা
তবু ধরতে পারিনি
অাসার অালো ক্রমাম্বিত খীন হতে অারো খীন
অবশেষে অাধার রাজ্য,
হতাস অামি,হতাসার সমুদ্রে হল বসবাস,
তুমি রাজরানী, লাল টকটকে সিঁদুরের টিপ
উজ্জ্বল তোমার ললাট
লাল বেনারসী-মঙ্গলসূত্র সকলি তোমার,
আমি অচিরেই হারিয়ে গেলাম
ধরতে কিংবা ধরাদিতে গড়েছিলাম যে বাসনা-
বিসর্জন বল কিংবা জলাঞ্জলি,
সকলি ভাসিয়ে দিলাম পবিত্র নদে
চোখের কোনে জমে থাকা অশ্রু গোপনে
জীর্ণ মুখে ভাসিয়ে দিলাম এক টুকরো বেদনার হাঁসি।।