অন্তরে জে সুধা ঢেলেছ অহরহ
পরিপূর্ণ তৃপ্ততার আস্বাদন পেতে,
আমি হেথা বিরাজ করেছি
তোমার তৃপ্ততার পরশ নিতে।
ফিরিয়ে দেবে কি মোরে
আজ এ ভাব বিনিময়ের আসরে..!
চঞ্চলা এ পলাশ রাঙা বনে
বসন্ত ঘন মহামিলনি পূর্ণ চন্দ্রীমা বাসরে।
তবে যাই কোথা,এথা আঁধার,
কেবল ই আঁধার চারধার,দিক শূন্য প্রায়,
বাহুডোরে চাইছে তোমারে
বন্ধিতে আপনার মাঝে,আপনার করতে হায়,
এসো এসো তুমি বুকে এসো প্রিয়া
প্রদানে মাল্যখানি
অন্তর হতে মহামিলনের
সূ-চিত্র আজ ই টানি।