গোধূলি বেলাতে
........... কবির ও তুলিতে
..................... গগন ও ঘন কালো।
কালি বুক চাহি
.......... আসিতেছে ধাহি
..................... বুক চিরানী আলো ॥
.
ওরে কেহে বন্ধু কেহে সখা ,
নদীর ওপারে দাঁড়ায়ে একা;
.
ঢেউ গুলি সব
.......... করে কলরব
....................আছরে পরে পাঁজরে ।
ঘন কাশবন
.......... দোলায় পবন
....................ভূমি তলে পরে সজোরে ॥
.
উন্মাদ আজি সাঁঝের আকাশ,
দোদুল্যমানে দোলায় বাতাস ;
.
ঝুরুঝুরু ঝড়ে
..........পাতা গুলি নড়ে ,
....................যায় গো কতক ভেসে ।
তারি মাঝখানে
.......... নাজানি কেমনে,
....................মুখ খানি ওঠে হেঁসে॥
.
রক্ত করবীর কচি ঠোঁটের হাসি ,
মুহুর্ত কালে সবই ভুলেছি ;
.
চকিত হয়ে
..........রয়ে দাঁড়ায়ে,
....................ভিজিলাম কতক ঝড়ে ,
ভেজা শরীরে
..........দুহাত বড়িয়ে,
....................রাখিলাম তোমায় অন্তরে।।