তোমার খুশি
তোমার খুশি সেই তো আমার খুশি
গুপ্ত প্রকাশ ইচ্ছা মত তার,
বিমল লীলা ঘটুক আকাশ দূরে
দুর্নিরোধ্য নাজুক অহংকার।
বাধন হারা গোপন কোনো স্থানে
বিলয় ছোঁয়ায় পরম প্রাপ্তি আজ!
হাজার তারার মাঝের একটি তারা
যাক না ভুলে আজকে সকল লাজ!
জানি তখন জ্যোত্স্না রবে মাঠে
কিংবা উড়ে আসবে জোনাকগুলো,
অভিসারের রাত্রি সুখের ক্ষণে
তোমার গায়ে লাগবে মাঠের ধুলো।
হয়তো আঁচল হারিয়ে যাবে রাতে
আঁধার ছুঁয়ে নির্জনে আসমানে,
ক্লান্ত শরীর বিনিদ্র রাত জেগে
অলস অধিক ভোরের সমীরণে!
ঘ্রাণের শব্দ মিলিয়ে যাবে দূরে
টের পাবে না একটি তারাও রাতে,
চাঁদের আলোয় দিগন্ত উন্মুখ
জ্যোত্স্না হারা গহীন ছায়ার পথে।
দুইটি কায়ায় একটি ছায়া হবে
আলের পরে কিংবা কোনো দূরে,
প্রাণের ছোয়া জাগবে তাতে ঠিক
রেখে যাবো তাকেই তোমার তরে।
তোমার খুশি সেই তো আমার খুশি
আজকে রাতে হোক না বাধন হারা,
নিমেষ ভুলে মুহূর্তেরই ছোয়া
আলোয় ফিরুক নব্য জীবন ধারা।
রচনাকা : ২০১৭-১৮