তোমার গ্রাম
এই পথেতেই সূর্য উঠে রোজ
শালিক গুলো আসে ধানের গোলায়,
পাশ দিয়ে বয় কাঁসাই কুলুকুল
এ পথ আমায় আজও হৃদয় দোলায়।
কবিতার মতো সত্য সুনীল গ্রাম
মানুষ গুলোও কাব্যের মতো শান্ত,
নির্মল আর পবিত্রতার মাঝে
পুরানো স্মৃতি করে শুধু ভারাক্লান্ত!
থাক না সেসব তবুও আমার চেনা
মাঠ ঘাট সব দেখলে আজও ডাকে,
ওই যে দূরে পাহাড় দেখায় দেখো
সূর্য আলো মিলায় ওরেই ফাঁকে।
সবেই আছে একটু নতুন রূপে
এলে শুধায় আছি তো বেশ ভালো?
নদীর জলে স্বচ্ছ পাথর দেখায়
গরুর পালে আজও উড়ে ধুলো!
তোমার পাড়ায় যাইনে এখন আর
মনে পড়ে আগের কথা খানি,
এখন আমি কম আসি এই গ্রামে
তবুও এ গ্রাম তোমার শুধু মানি!
ছাতিম ছায়ায় দুপুর বেলায় বসি
এখান থেকেই খুঁজি সেকাল আজ,
বিকাল শেষে সন্ধ্যা নামে মাঠে
সবার তখন সন্ধ্যা দেওয়ার কাজ।
আজও জানো ভাবায় শুধু মন
খোলা জানলায় আছো এলো চুলে,
তাকিয়ে আছো আমার আসার পথে
পড়ার ছলে বইটি রেখে কোলে।
আজকে আমি দূরের গাঁয়ের লোক
স্মৃতিতে তোমার বিবর্ণ এক আমি!
কবিতা শুধু নিয়ে আসে হাত ধরে
যেখানেই থাকো অন্তরে আছো তুমি।
(রচনাকাল: ২০১৭-১৮)