- * তোমার ছোঁয়া * -
তপন সৎপথী
.......................... @.....
কে বলে গো নেই যে তুমি আর
আছো তুমি সব বেলাতে সাথে ,
না হয় এখন নীল আকাশে দূরে
ছোঁয়া তোমার পাই যে প্রতি রাতে !
কে বলে গো নেই যে তুমি আর
এই তো আছো সারা হৃদয় জুড়ে ,
সব বেলাতে তোমার আনা গোনা
ওই তো আঁচল নীল আকাশে উড়ে ।
আজও আমার মাঠের পথে তুমি
চলতে গিয়ে পিছলে পড় আলে ,
কাজের শেষে ভিজলে ঘামে গা
দাও মুছিয়ে আপন আঁচল খুলে !
দুপুর বেলা স্নানের সময় তুমি
আজও দেখি চেয়ে আমার পানে ,
সাঁতার দিয়ে যাইনা গভীর জলে
তুমি ডাকো শালুক তুলি সনে ।
স্নানের পরে গরম ভাতের থালে
তোমার হাতের গন্ধ আজও পাই ,
নুন আনতে গেলে রান্না ঘরে
আজও ভাবি লুকিয়ে পিছে যাই ।
দুপুর ঘুমে মুদলে দুটি চোখ
ঘুম চোখেতে থাকো কাছা কাছি ,
আধো ঘুমে খুজলে তোমার ছোঁয়া
বলো তুমি এই তো কাছে আছি ।
দুপুর শেষে বিকাল আসে একা
যাও যে মাঠে আনতে গরু সাথে ,
সকালের সেই শুকনো লতা পাতা
আসার পথে আজও নাও যে মাথে !
সন্ধ্যা হলে প্রদীপ হাতে তুমি
দেখলে দেখি তুলসী তলায় বোস ,
কে বলে গো আছো অনেক দূরে
রাত হলে যে আঁধার ডেকে আসো !
ভাঙা জানলায় দক্ষিণ বাতাস এলে
বলি বাতাস যাওনা রাতে দূরে ,
আমার রানীর ভাঙতে পারে ঘুম
জানলা ফাঁকে বাতাস বওয়া সুরে ।
সবাই যখন বলে আমায় জানো
গেছো তুমি অনেক দূরে চলে,
ভাবি এমন বলে ওরা কেন
তোমায় চেয়ে বেশতো আছি ভুলে !!
রচনাকাল : ২০১৭-১৮