কবি বিকাশ কুমার সরকারের
প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ।
...............................................
এ কেমন দিন দেখিনাই কভু আগে !
" আমার কবি পরিপূর্ণতার প্রকাশ "।
আজকে শুধুই পেশাদার কবি দেখি -
সচল কাব্য হারায়েছে তার বিকাশ !
পশু আর নর , বিভাজিত নিজ চোখে ,
কবিতার পথে প্রেম ভালোবাসা জানি ,
অসহায় সৃষ্টির নিছক আত্ম তৃপ্তি -
আপন প্রকাশে কবিতার মানহানি ।
সাহিত্য সতত বিশাল সাগর এক !
কবি চলো তুমি পারাবার খুঁজে পথে ,
কুল পেলে শেষে দাড়াও খানিক ওগো -
এক কণা বালু তুলে নিও নিজ হাতে ।
নিজেরে চিনিবে জানিব সকল জন ,
বসে রব ঠিক তোমার চরণ তলে ,
আমি আসি আজ আসবো সেদিন ঠিক ,
পুনর্জন্মের পথে মানুষ হবো বলে ।
ওপারের কবি অপেক্ষায় থাকো তুমি
তোমার পথেই সকলের শেষ পথ ,
শুনবো হাজার কবিতা তোমার কণ্ঠে
তোমার দুয়ারে থামবে আমার রথ ।
............... 30 . 12 . 2017 .............
নিরক্ষর


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।