নিত্য কর্মে সদা পূজি জীবন্ত ঈশ্বর
হোক সে গরিব-নীচ-ভিক্ষুক-ভূস্বামী ,
মনুষ্যত্ব থাকে যদি সেই মোর পূজ্য
তাঁহার চরণে শুধু নিত্যদিন নমি ।
কিংবা পথের পরে হতভাগ্য ওই ,
নিশ্চিন্তে বসিয়া চায় সবাকার পানে ,
ক্ষতির কিঞ্চিৎ ইচ্ছা ভাবেনা সজ্ঞানে
আমার পরম শ্রদ্ধা তাঁহার চরণে ।
দিকে দিকে মূল্যবোধ অবক্ষয় আজ
ভক্তি শ্রদ্ধা ভূমিতলে খায় গড়াগড়ি !
মিথ্যা স্বার্থে মনুষ্যত্ব বিলীন ধূলায়
মূর্খ রাজার রাজ্যে হিংসা ছড়াছড়ি ।
মুষ্টিমেয় অধার্মিক ধর্ম কথা কয়
তাহাদের ষড়যন্ত্রে অস্থির সমাজ ,
রাজধর্ম ভুলি রাজা সম্প্রদায় খুঁজে
অলক্ষ্যে আল্লাহ দেব ভয় ভীত আজ !
পাষন্ড নির্বোধ কর চক্ষু উন্মিলিত
ক্ষুধার্ত শিশুটি তব কাঁদিছে ধূলায় !
জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত তোমা পিতা মাতা
ধর্মের গ্রন্থেতে সব অন্ন পানে চায় ।
কর্মেই আসল ধর্ম মিথ্যা দেবালয় ,
আপন কর্মেতে তুমি রবে চিরকাল ,
হৃদয়ের গভীরেতে ঈশ্বর বিরাজে
মূর্খ জনগণ পূজে বিধর্মী দালাল !
চক্রান্তকারীর চক্র করি দূর আজ ,
রাজা তুমি রাজধর্মে হও মনযোগী ,
বিভেদ বৈষম্য খুঁজ সামান্য স্বার্থেতে
রাজতন্ত্রে দূর কর টিকি-টুপি-ভোগী ।
6 . 7 . 2017 তপন সৎপথী ।


তপন সৎপথী (নিরক্ষর) গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।