প্রতিদিন খুঁজি মেঘে ঢাকা সেই
নিষ্পাপ দুটি চোখ ,
ভালোবাসি আজও সাতরঙা ওই
গভীর বিশ্বলোক !
আমি ভালোবাসি আদিমতা ভরা
পূবালী জ্যোত্স্না রাত !
সেই মায়া ভরা কোমলতা মাখা
আমার প্রিয়ার হাত !
রাতের আঁধারে কিংবা আলোতে
শুধুই যে তারে খুঁজি !
ইলোরার স্তূপে কোন গলি পথে
হারায়েছে রাতে বুঝি !
পাশ্চাত্যের কোনো ছোট গাঁয়ে
মমতায় আছে ভুলে ,
না হয় একাই নীল সীমানায়
খেলছে আঁচল মেলে !
প্রাঞ্জল হাসি আসে না যে আর
পৃথিবীর কোল ঘেঁষে !
হাজার বছর খুঁজে ফিরি পথে
ডাকে না সে আর এসে !
গেছি দিকে দিকে মুঘলের দেশে
গহীন সবুজ বনে ,
সাগরে মরুতে আঁধারে আলোতে
পৃথিবীর প্রতি কোণে ।
প্রতি ঘরে ঘরে খুঁজেছি একাই
খুঁজেছি সকল দেশে ,
প্রাচীন নগরে সুমেরুর দ্বারে
যদি একা আছে বসে ।
কিংবা সুদূরে ভূমধ্য সাগরে
প্রবাল প্রাচীরে বসে !
দিকভোলা কোন নাবিকের কাছে
গল্প শুনছে এসে !
ক্লান্তি আমায় পারেনি রুধিতে
আজও পথেই থাকি ,
ঠিক খুঁজে নেব কোনো মাঠে ঘাটে
নিষ্পাপ দুটি আঁখি !!
22 . 4 . 2017 তপন সৎপথী ।
কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।
আসুন, আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রাখি, তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।